ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লেনদেন ২১০০ কোটি টাকা ছাড়ালো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ আগস্ট ২০২২   আপডেট: ১৪:৩৪, ২৮ আগস্ট ২০২২
লেনদেন ২১০০ কোটি টাকা ছাড়ালো

ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে রোববার (২৮ আগস্ট) লেনদেনে চমক দেখা গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ২১০০ কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ১০২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৮১ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৫৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ৩১৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত আছে ৫৬ টির। দিন শেষে সিএসইতে ৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

/এনএফ/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়