ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৯:৪১, ১৩ সেপ্টেম্বর ২০২২
১৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে টিসিবি

ফাইল ছবি

ভর্তুকি দামে টেডিং করপোরেশনের (টিসিবি) মাধ্যমে সোয়া দুই লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহের পাশাপাশি পৃথক তিনটি সরাসরি দরপত্রের মাধ্যমে স্থানীয়ভাবে ১৫ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি মসুরের ডাল ১১০টাকা হিসেবে ১৫ হাজার মেট্রিক টন  মসুর ডাল কিনতে মোট ব্যয় হবে ১৬৫ কোটি টাকা।

সূত্র জানায়, টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি দামে টিসিবির পণ্য বিক্রির সরকারি নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে অনুমোদিত ক্রয় পরিকল্পনার বিপরীতে সাধারণত উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে পণ্য কেনা হয়ে থাকে। উন্মুক্ত  দরপত্রের মাধ্যমে কেনার ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগে পণ্য সরবরাহ পাওয়া যায় না। প্রতি মাসে পণ্য বিক্রির নিশ্চয়তার লক্ষ্যে সময় স্বল্পতা এবং জরুরি প্রয়োজন বিবেচনায় উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে পৃথক তিনটি সরবরাহকারীর কাছ থেকে এই ডাল সংগ্রহ করা হবে।

সূত্র জানায়, প্রথম প্যাকেজে সরাসরি দরপত্রে অংশ নিয়ে চট্টগ্রাম ভিত্তিক রুবি ফুড প্রডাক্টস ৫ হাজার মসুরের ডাল সরবরাহ করবে। দরপত্রে প্রতিষ্ঠানটি প্রতি কেজি মসুরের ডালের দাম ১১১ দশমিক ৫০ টাকা উল্লেখ করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেগোসিয়েশনের মাধ্যমে প্রতি কেজি মসুর ডালের দাম ১১০ টাকা নির্ধারন করে। সে হিসেবে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৫৫ কোটি টাকা।

সূত্র জানায়, দ্বিতীয় প্যাকেজে সরাসরি দরপত্রে অংশ নিয়ে চট্টগ্রাম ভিত্তিক মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্স ৫ হাজার মসুরের ডাল সরবরাহ করবে। দরপত্রে প্রতিষ্ঠানটি প্রতি কেজি মসুরের ডালের দাম ১১১ দশমিক ৫০ টাকা উল্লেখ করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেগোসিয়েশনের মাধ্যমে প্রতি কেজি মসুর ডালের দাম ১১০ টাকা নির্ধারন করে। সে হিসেবে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৫৫ কোটি টাকা।

সূত্র জানায়, প্রথম প্যাকেজে সরাসরি দরপত্রে অংশ নিয়ে ঢাকার ব্লু স্কাই এন্টারপ্রাইজ ৫ হাজার মসুরির ডাল সরবরাহ করবে। দরপত্রে প্রতিষ্ঠানটি প্রতি কেজি মসুরের ডালের দাম ১১১ দশমিক ৫০ টাকা উল্লেখ করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেগোসিয়েশনের মাধ্যমে প্রতি কেজি মসুর ডালের দাম ১১০ টাকা নির্ধারন করে। সে হিসেবে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৫৫ কোটি টাকা।

সূত্র জানায়, সরকারি ক্রয় বিধির বিধি-১৬ (৫ ক) অনুযায়ী অফিশিয়াল কস্ট এস্টিমেট প্রণয়ন করা হয়েছে। দরপ্রস্তাব খোলার সময় সব সদস্যদের স্বাক্ষরিত অফিসিয়াল কস্ট এস্টিমেট খোলা হয়। মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য ১১০ টাকা। অফিসিয়াল কস্ট এস্টিমেট ২ কেজি প্যাকেটে প্রতিকেজি মসুর ডালের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ১৩১ দশমিক ৮১ টাকা। অপরদিকে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত দাম ১১০ টাকা। দরপ্রস্তাব মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত প্রতি কেজি মসুর ডালের দর ও দাপ্তরিক প্রাক্কলিত দরের প্রতি কেজির পার্থক্য (১৩১.৮১-১১০.০০) বা ২১ দশমিক ৮১ টাকা কম দামে ২ কেজির প্যাকেটে ২০ কেজির বস্তায় ১৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। এতে মোট খরচ হবে ১৬৫ কোটি টাকা।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী অনুষ্ঠানে উপস্থাপন করা হবে।

/হাসনাত/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়