ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সাইফ পাওয়ারটেকের সঙ্গে দুবাইভিত্তিক শাফিন ফিডারের চুক্তি 

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২২  
সাইফ পাওয়ারটেকের সঙ্গে দুবাইভিত্তিক শাফিন ফিডারের চুক্তি 

দুবাইভিত্তিক কোম্পানি শাফিন ফিডারের সাথে একটি ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চুক্তি অনুযায়ী কোম্পানিটি প্রোপাইটারশীপ এলএলসি বিক্রি করবে। এটি আবুধাবিতে অবস্থিত। শাফিন ফিডার শতভাগ আবুধাবি পোর্ট কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান।

আর সাইফ মেরিটাইম এলএলসি দুবাইয়ের এমিরাটসে অবস্থিত। এটি সাইফ পাওয়ারটেকের মালিকানাধীন কোম্পানি।

কোম্পানি দুইটির মধ্যে চুক্তি সই করেছে শাফিন ফিডারের মালিকানাধীন এডি পোর্ট গ্রুপ এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক।

চুক্তি অনুযায়ী, শাফিন ফিডারে ৩টি কন্টেইনার ফিডার ভেসেলের ধারণ ক্ষমতা ১৭০০ থেকে ২১০০ টিউস।

আগামী ১৫ বছরের জন্য বেয়ারবোর্ট এবং সাইফের টাইম চার্টারে সংযুক্ত আরব আমিরাতের কন্টেইনারগুলি বাংলাদেশে বহন করার জন্য এবং যেকোনো আন্তর্জাতিক রুটে এবং বিশ্বব্যাপী সংযুক্তের জন্য উপযুক্ত।

কোম্পানিটি আরও জানায়, প্রতিবছর কার্গো মালবাহী জাহাজ প্রতি ২০০ কোটি টাকা রাজস্ব আসবে। এছাড়া নিট মুনাফা ২৫ কোটি টাকা আসবে বলে কোম্পানিটি আশা করছে।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়