ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

লভ্যাংশ দিলো ৩ মিউচ্যুয়াল ফান্ড

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২২  
লভ্যাংশ দিলো ৩ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন মিউচ্যুয়াল ফান্ডে ঘোষিত নগদ লভ্যাংশ ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা দেয় মিউচ্যুয়াল ফান্ডগুলোর পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড ও এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

তথ্য মতে, মিউচ্যুয়াল ফান্ড তিনটি তাদের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছিলো। 

এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। 

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি বোর্ড ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিলো। 

ঢাকা/তানিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়