ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কন্যাদের শেয়ার উপহার দেবেন এশিয়া ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২২  
কন্যাদের শেয়ার উপহার দেবেন এশিয়া ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

পুঁজিবাজারে বিমা খাতে খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্সের দুইজন উদ্যোক্তা তাদের কন্যাদের শেয়ার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় কোম্পানির দুজন উদ্যোক্তা তাদের হাতে থাকা শেয়ার কন্যাদের কাছে স্থানান্তর করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়া ইন্স্যুরেন্সের উদ্যোক্তা আবুল বাশার চৌধুরী। তার কাছে এশিয়া ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৮২ হাজার ৭৯৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৯ লাখ ৪১ হাজার ২৯৩টি শেয়ার তার কন্যা ও সাধারণ শেয়ারহোল্ডার রুবাইয়া তাসনিম চৌধুরীকে উপহার হিসেবে স্থানান্তর করবেন।

এদিকে, এশিয়া ইন্স্যুরেন্সের আরেক উদ্যোক্তা মাহবুবুল আলম। তার কাছে এশিয়া ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৮২ হাজার ৭৯৩টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি ৯ লাখ ৪১ হাজার ২৯৩টি শেয়ার তার কন্যা ও সাধারণ শেয়ারহোল্ডার মুনাল মাহবুবকে উপহার হিসেবে স্থানান্তর করবেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার স্থানান্তর প্রক্রিয়া সিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন করবেন এশিয়া ইন্স্যুরেন্সের এই দুই উদ্যোক্তা।

/তানিম/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়