ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সূচকের পতন, কমেছে লেনদেন 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৩ অক্টোবর ২০২২   আপডেট: ১৫:১৮, ৩ অক্টোবর ২০২২
সূচকের পতন, কমেছে লেনদেন 

দেশের শেয়ারবাজারে সোমবার (৩ অক্টোবর) সূচকের পতনের সঙ্গে লেনদেন কমেছে। এদিন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে ৬ হাজার ৫১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৪২২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে মোট ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১২২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।  

ডিএসইতে মোট ১ হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৩৩ কোটি ৪৪ লাখ টাকা। 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫০৮ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে ১৯ হাজার ১৯৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৬৬ পয়েন্টে অবস্থান করছে।  

সিএসইতে ২৩৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত আছে ৯৪টির। দিন শেষে সিএসইতে ২১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়