ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিএসই-৫০ সূচক সমন্বয়, যুক্ত হলো ফরচুন সুজ

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ৪ অক্টোবর ২০২২   আপডেট: ১০:১৭, ৪ অক্টোবর ২০২২
সিএসই-৫০ সূচক সমন্বয়, যুক্ত হলো ফরচুন সুজ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়। সমন্বিত সূচকে একটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে একটি কোম্পানি।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএসই-৫০ সূচকে যুক্ত হয়েছে ফরচুন সুজ। আর ওই সূচক থেকে বাদ পড়েছে ব্যাংক এশিয়া।

তথ্য মতে, সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাজারমূলধনে শীর্ষে থাকা ৫০ কোম্পানি নিয়ে সিএসই-৫০ সূচক গঠিত। বাজারে শেয়ারের দাম হ্রাস-বৃদ্ধির কারণে কোম্পানিগুলোর বাজার মূলধন পরিবর্তিত হয়। আর এর ভিত্তিতে নিয়মিত সূচকটি সমন্বয় করে থাকে সিএসই।

আলোচিত সূচকে অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট মূলধনের শতকরা প্রায় ৫৭.০৭ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৬০.১৫ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ৬ মাসের (৩০ জুন ২০২২ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হলো ৪১.৪৩ ভাগ ।

ঢাকা/তানিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়