ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪০, ২৭ নভেম্বর ২০২২  
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

রোববার (২৭ নভেম্ববর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন হয়।

এর আগে গত ১২ নভেম্বর শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ঘোষিত বোনাস লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

ঢাকা/তানিম/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়