ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিপ মরিসের সিগারেট উৎপাদন করবে বিএটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১৩ নভেম্বর ২০২৪  
ফিলিপ মরিসের সিগারেট উৎপাদন করবে বিএটি

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটি) অন্য এক বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসের (পিএমবিএল) সিগারেট বাংলাদেশে উৎপাদন করবে। এ বিষয়ে উভয় কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

এর অগে গত মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত বিএটিবিসির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত চুক্তিটি অনুমোদন করা হয়।

চুক্তি অনুযায়ী, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কারখানায় ফিলিপ মরিসের জন্য তাদের নির্দেশিত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও সরবরাহ করা হবে। তবে এই চুক্তির আওতায় ফিলিপ মরিসের কোন কোন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করা হবে এবং বিএটিবিসি কী পরিমাণ রাজস্ব পাবে তা জানা যায়নি।

বিএটির প্রধান সিগারেট ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে গোল্ডলিফ ও বেনসন। অন্যদিকে ফিলিপ মরিসের প্রধান ব্র্যান্ডগুলো হচ্ছে মার্লবোরো ও বন্ড।

ঢাকা/তানিম/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়