ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সয়াবিন তেলের দাম বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:১৭, ৭ ডিসেম্বর ২০২৫
সয়াবিন তেলের দাম বাড়ল

দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে। একইসঙ্গে পাম অয়েলের দামও বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে।  

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা এবং  প্রতি লিটার পাম তেলের দাম ১৬৬ টাকা করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা।

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়