ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসই-সিএসইতে সূচক-লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডিএসই-সিএসইতে সূচক-লেনদেন বেড়েছে

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ আগস্ট) সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। এদিন উভয় বাজারে সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন কমেছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৯৯.১০ পয়েন্টে।  শরিয়াহ সূচক ৬.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯.৭১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১২.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৪.৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৬৭৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  যা আগের দিন থেকে ২ কোটি টাকা কম।

দিন শেষে ডিএসইতে ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তি রয়েছে ৯১টির শেয়ার ও ইউনিট দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩.৬২ পয়েন্টে।

এদিন সিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ‌্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়