ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জুলাইয়ে ব্রোকারেজ হাউজের শীর্ষে শান্তা সিকিউরিটিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৫ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জুলাইয়ে ব্রোকারেজ হাউজের শীর্ষে শান্তা সিকিউরিটিজ

এ বছরের জুলাই মাসে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এবার শীর্ষ তালিকায় স্থান পেয়েছে শান্তা সিকিউরিটিজ।

বুধবার (৫ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাইয়ে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, চতুর্থ স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ এবং পঞ্চম স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিকিউরিটিজ।

শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকার অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সিটি ব্রোকারেজ, ইবিএল সিকিউরিটিজ, মাল্টি সিকিউরিটিজ অ্যন্ড সার্ভিস, ইউনাইটেড সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি, শেলটেক ব্রোকারেজ, এমটিবি ইউনিক্যাপ সিকিউরিটিজ, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ, মার্সেন্ট সিকিউরিটিজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, বিডি সানলাইট সিকিউরিটিজ, এবি সিকিউরিটিজ লিমিটেড।

এনটি/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়