ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টানা ১১ কার্যদিবস উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টানা ১১ কার্যদিবস উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ আগস্ট) সূচকের উত্থানে শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। এদিন উভয় বাজারে সূচকের পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। এ নিয়ে টানা ১১ কার্যদিবস উভয় বাজারে সূচক বেড়েছে। 

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬৪.৮৩ পয়েন্টে।  শরিয়াহ সূচক ১৩.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০১১.১০ পয়েন্টে।  আর ডিএসই-৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৫.৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৮৬৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৫ কোটি টাকা বেশি।

দিন শেষে ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  এর মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তি রয়েছে ৫৫টির শেয়ার ও ইউনিট দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭১.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১.৮৮ পয়েন্টে।

এদিন সিএসইতে ২৬৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ‌্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে ৪৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়