ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাইবার হামলার আশঙ্কায় রাতে বন্ধ ডিএসইর মোবাইল অ্যাপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২০
সাইবার হামলার আশঙ্কায় রাতে বন্ধ ডিএসইর মোবাইল অ্যাপ

ডিএসই মোবাইল অ্যাপ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইলভিত্তিক লেনদেনের প্লাটফর্ম ‘ডিএসই মোবাইল অ্যাপ’ বিনিয়োগকারীদের জন্য রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখা হবে। 

সাইবার হামলার আশঙ্কা থেকে সতর্ক থাকার জন্য এ অ্যাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, স্টক এক্সচেঞ্জ, বিনিয়োগকারী এবং জাতীয় বৃহৎ স্বার্থে অ্যাপটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। আগে বিনিয়োগকারীরা সবসময় মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারতেন। এখন সকাল ৮টার পর থেকে রাত ৮টার আগে অ্যাপটি বিনিয়োগকারীরা ব্যবহার করতে পারবেন।  তা শুধুমাত্র লেনদেন চালু থাকার দিন। অন্যান্য কার্যদিবসে এ অ্যাপটি ব্যবহার করতে পারবেন না বিনিয়োগকারীরা। 

পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ডিএসই মোবাইল অ্যাপ আগের মতো ব্যবহার করতে বিনিয়োগকারীদের সুযোগ দেওয়া হবে।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়