ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২০  
এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জ লোগো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সূচক সামান্য বেড়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে। যা এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান।  

তবে এদিন উভয় বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। 

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ৫ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬১ পয়েন্টে, ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ১২৮টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার ও ইউনিটের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৭ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে। 

এছাড়া সিএসই ৫০ সূচক ৩ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬১ দশমিক ৯৫ পয়েন্টে, সিএসইএক্স সূচক ১৬ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৯ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে ৮৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার ও ইউনিটের দর।

এদিন টাকার পরিমাণে সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ১২ লাখ টাকা।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়