ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাজাজের থ্রি হুইলার উৎপাদনে ৩শ কোটি বিনিয়োগ করবে রানার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২০  
বাজাজের থ্রি হুইলার উৎপাদনে ৩শ কোটি বিনিয়োগ করবে রানার

রানার

বাজাজ ব্রান্ডের থ্রি-হুইলার বা তিন চাকার বাহন উৎপাদন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেড। এ প্রকল্পে রানার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে উত্তোলন করা ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শুধু থ্রি হুইলার উৎপাদনই নয়, বাংলাদেশের মার্কেটে বাজারজাতও করবে রানার। রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ বাজাজ অটো লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে।

থ্রি-হুইলার উৎপাদন করতে বাজাজ অটো থেকে টেকনিক্যাল সাপোর্ট নেবে রানার অটোমোবাইলস। এটি হবে বিশ্বের প্রথম ব্রান্ডের থ্রি-হুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান।

এদিকে, থ্রি-হুইলার উৎপাদনের বিষয়টি গত বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির ইজিএমে শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৪ ফেব্রুয়ারি বিষয়টি অনুমোদন করেছে।

থ্রি হুইলার উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে রানার।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়