ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২০
ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০-২৪ সেপ্টেম্বর) সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেন। এর ফলে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে সপ্তাহজুড়ে ডিএসইতে বাজার মূলধন ৯ হাজার ১৮ কোটি ৯১ লাখ টাকা বেড়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেন শুরুর প্রথম দিন থেকে বাজিমাত করেছে। ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে কোম্পানিটি। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে ওয়ালটনের শেয়ার পর পর দুই দিন সর্বোচ্চ দরে বেচা-কেনা হয়েছে। এর প্রভাব পড়েছে বাজার মূলধনে। বাজার মূলধনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ তালিকায় চতুর্থ স্থান দখল করেছে ওয়ালটন।

জানা গেছে, ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬৩২ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকা। শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৬৫১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়ছে ৯ হাজার ১৮ কোটি ৯১ লাখ ৭৫ হাজার টাকা বা ২.৩৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট ৪ হাজার ৫৭৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার ৩৯৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬৩৫ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৬৩৬ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৬১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ২৪৩ টাকা বা ১৮.৮৩ শতাংশ কমেছে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৯১৪ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৭৮ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ১২৭ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৩২৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২১২ কোটি ৩২ লাখ ১০ লাখ ১০ হাজার ২৪৮ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৫.৮৭ পয়েন্ট বা ২.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৮.৭৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৬.৭৫ পয়েন্ট বা ৩.১৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬০.৪০ পয়েন্ট বা ৩.৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২৬.৩০ পয়েন্টে এবং ১৭০১.১৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৯টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত আছে ১০টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ১৩১ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৬৪ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭৫ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৮৩৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪৩ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৭৭৪ টাকা বা ২৪.৭৫ শতাংশ কমেছে।

ওই সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬৩.৭৭০২ পয়েন্ট বা ২.৪৯৬১ শতাংশ কমে অবস্থান করছে ১৪ হাজার ২০৯.৯৩১৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৩৩.০০৬২ পয়েন্ট বা ২.৬৬০৮ শতাংশ কমে অবস্থান করছে ৮৭৫৬.৯১০৪ পয়েন্টে, সিএসইর-৩০ সূচক ৩৮০.৪৭৮২ পয়েন্ট বা ৩.০৯৬২ শতাংশ কমে অবস্থান করছে ৮৫২৩.৯০৪২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩৯.৪৫ পয়েন্ট বা ৩.৭১ শতাংশ কমে অবস্থান করছে ১০২৩.১৪ পয়েন্টে এবং সিএসআই ২৩.০৫ পয়েন্ট বা ২.৪৪ শতাংশ কমে অবস্থান করছে ৯১৯.৬২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত আছে ২০টির।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়