ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এক মাস বন্ধ থাকবে রিং শাইন টেক্সটাইল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২০  
এক মাস বন্ধ থাকবে রিং শাইন টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেডের কারখানা এক মাস বন্ধ থাকবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এর প্রভাবের কারণে বিদেশি ক্রেতাদের কাছ থেকে ক্রমবর্ধমান আদেশ এবং আমদানি করা কাঁচামালের অভাবের কারণে কোম্পানিটির কারখানা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। 

আগামী ২৬ অক্টোবর কারখানাটি খোলা হবে বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

পুঁজিবাজারে ২০১৯ সালে তালিকাভুক্ত হয় রিং শাইন। কোম্পানির শেয়ার সংখ্যা ৫০ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৩৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৮ দমমিক শূন্য ৪ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়