ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৩০ শতাংশ শেয়ার ধারণে আগ্রহ নেই ৪১ কোম্পানির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:২৩, ২৯ সেপ্টেম্বর ২০২০
৩০ শতাংশ শেয়ার ধারণে আগ্রহ নেই ৪১ কোম্পানির

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা জারির পরেও তালিকাভুক্ত মাত্র ৩টি কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকরা সম্মিলিতভাবে ৩০ শতাংশ (পরিশোধিত মূলধনের) শেয়ার ধারণ করেছেন।

তালিকাভুক্ত ৪১ কোম্পানি উদ্যোক্তা বা পরিচালকরা শেয়ার ধারণের এ শর্ত এখনও পরিপালন করেননি। তবে ওই কোম্পানিগুলোর এ শর্ত পূরণের জন্য আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সময় বাকি রয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ শতাংশ শেয়ার ধারণ বিএসইসির নির্দেশনা পরিপালন করা কোম্পানি তিনটি হলো, এমারেল্ড অয়েল, বিজিআইসি ও বিডি থাই।

এদিকে শেয়ার ধারণে ব্যর্থ ৪১টি কোম্পানি হলো, অগ্নি সিস্টেমস, আলহাজ্ব টেক্সটাইল, এপেক্স ফুটওয়্যার,  একটিভ ফাইন কেমিক্যাল, আফতাব অটোমোবাইলস, বারাকা পাওয়ার, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এ্যাপোলো ইস্পাত, ডেল্টা স্পিনার্স, ফ্যামিলিটেক্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফু-ওয়াং ফুডস, জেনারেশন নেক্সট ফ্যাশনস, সিটি ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ম্যাকসন্স স্পিনিং মিলস, কে অ্যান্ড কিউ, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, ইমাম বাটন, ইনটেক, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিজ,  ফার্মা এইডস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফাইন ফুডস, ফু-ওয়াং সিরামিক, সালভো কেমিক্যাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সাউথইস্ট ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পিপলস ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, তাল্লু স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ,  ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন। গত ২৯ জুলাই পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ ৪৪ কোম্পানিকে ৬০ কার্যদিবস সময় বেধে দেয় বিএসইসি। সে হিসেবে আগামী ২৭ অক্টোবর কোম্পানিগুলোর শেযার ধারণের মেয়াদ শেষ হবে। এ সময়ের মধ্যে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিএসইসি।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়