ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়া প্যাসিফিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৪৩, ১৭ অক্টোবর ২০২০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এশিয়া প্যাসিফিক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানির ১ কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৯২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।

শনিবার (১৭ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচানায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৩৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৫ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ৬৮ লাখ ৯৭ হাজার ৩৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকা।

চতুর্থ স্থানে থাকা ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের ৯ লাখ ২৯ হাজার ২০৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা।

পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) ৩ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৯৮৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৭৪ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট, সপ্তাম স্থানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, অষ্টম স্থানে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, নবম স্থানে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি ও দশম স্থানে ব্র্যাক ব্যাংক রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়