ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিডস, পতনে বিডি ফাইন্যান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৭ অক্টোবর ২০২০  
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিডস, পতনে বিডি ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ারের দর বৃদ্ধির শীর্ষ উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে প্রথম স্থান দখল করেছে ন্যাশনাল ফিডস লিমিটেড। অন‌্যদিকে, আলোচ্য সময়ে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স অ‌্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স)।

শনিবার (১৭ অক্টোবর) ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ন্যাশনাল ফিডস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটি মোট ২৯ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৫ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়ান প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ২৮ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি মোট ১০৭ কোটি ৫৯ লাখ ৫৪ হাজার টাকা লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ২১ কোটি ৫১ লাখ ৯০ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ১৪ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি মোট ৬ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকা লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আছে জিপিএইচ ইস্পাত লিমিটেড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেরিকো বাংলাদেশ লিমিটেড।

এদিকে, গত সপ্তাহে বিডি ফাইন্যান্সের দরপতন হয়েছে ১৬ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৬০ কোটি ৯১ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। গড়ে প্রতিদিন ১২ কোটি ১৮ লাখ ২২ হাজার ২০০ টাকা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামি ইন্সুরেন্সের দর কমেছে ১৫ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি মোট ৩০ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকা লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৬ লাখ ২ হাজার ৩৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইবিএলিএনআরবি মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ১৪ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, এসইএমই আইবিবিএল শরিয়া ফান্ড, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, নর্দার্ন ইসলামি ইন্সুরেন্স লিমিটেড।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়