ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২০ অক্টোবর ২০২০  
পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

দেশের পুঁজিবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ অক্টোবর) সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৯১৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৭৮৪ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৬০টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১ পয়েন্টে। সিএসসিএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে লেনদেন হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩৩টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

এ বাজারে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট ।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়