ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদায়ী সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২৪ অক্টোবর ২০২০  
বিদায়ী সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.৫১ পয়েন্টে।  আর সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ১৩.৩৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ কমেছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৯৮ পয়েন্টে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.১০ পয়েন্টে, প্রকৌশল খাতের ১২.২৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.৩৬ পয়েন্টে, খাদ্য খাতের ১৩.৫১ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৩.৫৩ পয়েন্টে, বস্ত্র খাতের ১৫.১৭ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৯৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৮৮ পয়েন্টে, চামড়া খাতের ১৭.৯৪ পয়েন্টে, বিমা খাতের ২২.৮১ পয়েন্টে, সিরামিক খাতের ২২.৯৬ পয়েন্টে, বিবিধ খাতের ২৩.৪৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩০.৯৭ পয়েন্টে, আর্থিক খাতের ৩১.২০ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১.৬৮ পয়েন্টে, পাট খাতের পিই ৩৫.১৫ পয়েন্টে এবং পেপার খাতের ইউ ৪৫.১১ পয়েন্টে অবস্থান করছে।

এনটি/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়