ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৫ অক্টোবর ২০২০  
পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে

দেশের পুঁজিবাজারে রোববার (২৫ অক্টোবর) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সূচকের সঙ্গে কমেছে লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণে দাঁড়িয়েছে ৮৫৫ কোটি ৯৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১১টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৪টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪ লাখ টাকা।

ঢাকা/এনএফ/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়