ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্লক মার্কেটে লেনদেনের ৭৫ শতাংশ বেক্সিমকো ফার্মার দখলে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২২ নভেম্বর ২০২০  
ব্লক মার্কেটে লেনদেনের ৭৫ শতাংশ বেক্সিমকো ফার্মার দখলে

বাংলাদেশের পুঁজিবাজারে রোববার (২২ নভেম্বর) লেনদেন কমেছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মার ৪৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ব্লক মার্কেটের লেনদেনের ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৩৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে আছে লিন্ডে বিডি। কোম্পানিটির ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে ব্লক মার্কেটে তৃতীয় স্থানে আছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।

অন্য কোম্পানিগুলোর মধ্যে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৮০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৫৩ লাখ ২৫ হাজার টাকার, বে লিজিংয়ের ২২ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ২৭ হাজার টাকার, ডেসকোর ৫ লাখ ২ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ ২ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২৩ লাখ ২৫ হাজার টাকার, সামিট এলায়েন্স পোর্টের ২০ লাখ ২৫ হাজার টাকার, সী পার্ল বিচের ৭ লাখ ২ হাজার টাকার, সিমটেক্সের ৭ লাখ ১৬ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৯ লাখ ৪ হাজার টাকার এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়