RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৪ ১৪২৭ ||  ১৩ জমাদিউস সানি ১৪৪২

মিউচ্যুয়াল ফান্ডে মার্জিন ঋণ বহাল র‌য়ে‌ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ২৩ নভেম্বর ২০২০  
মিউচ্যুয়াল ফান্ডে মার্জিন ঋণ বহাল র‌য়ে‌ছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত সব মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটে মার্জিন ঋণ সু‌বিধা বহাল র‌য়ে‌ছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনায় মার্জিন ঋণের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে এমন গুজবের পরিপ্রেক্ষিতে ‌বিএসই‌সি এ ব্যাখ্যা দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়।

বিজ্ঞপ্তিতে উ‌ল্লেখ করা হয়, ২০০৯ সালের ২৬ অক্টোবরের আগে মিউচ্যুয়াল ফান্ডে মার্জিন ঋণ চালু ছিল। তবে ২৬ অক্টোবর এক নির্দশনার মাধ্যমে বিএসইসি তা বন্ধ করে দেয়। পরবর্তী‌ সময়ে ২০১০ সালের ৩০ ডিসেম্বর আরেক নির্দেশনার মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে মার্জিন ঋণের সুবিধা বহাল করা হয়। ফলে পূর্বের ন্যায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে মার্জিন ঋণ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়, যা এখন চলমান রয়েছে।

ঢাকা/এন‌টি/এসএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়