ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কারখানায় এজিএম করবে না ফারইস্ট নিটিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২৫ নভেম্বর ২০২০  
কারখানায় এজিএম করবে না ফারইস্ট নিটিং

কারখানা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। করোনার কারণে কোম্পানি ডিজিটাল প্ল‌্যাটফর্মে এজিএম করবে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি আগামী ১৭ ডিসেম্বর ডিজিটাল প্ল‌্যাটফর্মে এজিএম করবে। এর আগে কারখানা প্রাঙ্গণে পূর্ব চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা কারখানা প্রাঙ্গণে এজিএম করার সিদ্ধান্ত নিয়েছিল। করোনা মহামারির কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৩ পয়সা। পুঁজিবাজারে ফারইস্ট নিটিং ২০১৪ সালে তালিকাভুক্ত হয়েছে।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়