ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেড়েছে সূচক কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:৩২, ২৫ নভেম্বর ২০২০
বেড়েছে সূচক কমেছে লেনদেন

দেশের পুঁজিবাজারে বুধবার (২৫ নভেম্বর) সব ধরনের সূচক বাড়লেও লেনদেন কমেছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০২ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭১ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৬টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ টাকা।

ঢাকা/এনএফ/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়