ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ২৫ নভেম্বর ২০২০  
তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি নাম পরিবর্তন করেছে। নাম পরিবর্তনের সঙ্গে তাদের ট্রেডিং কোডও নতুন হয়েছে। নতুন নামে ও ট্রেডিং কোডে কোম্পানি দুটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে লেনদেন হবে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিগুলোর এসব পরিবর্তনের বিষয় অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যে কোম্পানি দুটি তাদের নাম পরিবর্তন করেছে সেগুলো হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স এবং গ্লাসকোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড। কোম্পানি দুটির নামের সঙ্গে ট্রেডিং কোডও পরিবর্তন হয়েছে।

মুন্নু জুট স্টাফলার্স:  কোম্পানিটির নতুন নাম মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। কোম্পানিটির নতুন ট্রেডিং কোড হবে “MONNOAGML”। কোম্পানিটি পুঁজিবাজারে ১৯৮২ সালে তালিকাভুক্ত হয়েছে।

গ্লাসকোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড: বহুজাতিক এ কোম্পানিটির নামের পাশাপাশি ট্রেডিং কোড এবং সেক্টর পরিবর্তন করা হয়েছে। কোম্পানির নতুন নাম ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। কোম্পানির নতুন ট্রেডিং কোড হবে “UNILEVERCL”। এছাড়া ওষুধ-রসায়ন খাতের পরিবর্তে খাদ্য-আনুষঙ্গিক খাতে কোম্পানিটি অন্তর্ভুক্ত হবে। পুঁজিবাজারে কোম্পানিটি ১৯৭৬ সালে তালিকাভুক্ত হয়েছে।

আলোচ্য কোম্পানিগুলোর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়