ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডিএসইর পরিচালক নির্বাচন ২৪ ডিসেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৫ নভেম্বর ২০২০  
ডিএসইর পরিচালক নির্বাচন ২৪ ডিসেম্বর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পরিচালক নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন ডিএসইর সদস্যদের ভোটের মাধ্যমে একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন করা হবে।

বুধবার (২৫ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এবার ডিএসইতে ই-ভোটিং হবে। নির্বাচনের দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ডিএসইর পরিচালক নির্বাচনে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডিএসইতে পরিচালক পদে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা ১৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। 

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২০ ডিসেম্বর প্রকাশ করা হবে। 

ভোটগ্রহণের পর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ডিএসই।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়