RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৮ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৪ ১৪২৭ ||  ০৩ জমাদিউস সানি ১৪৪২

দর পতনের শীর্ষে সামিট অ্যালায়েন্স 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৯, ২৯ নভেম্বর ২০২০   আপডেট: ১২:৪৮, ২৯ নভেম্বর ২০২০
দর পতনের শীর্ষে সামিট অ্যালায়েন্স 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানির শেয়ার দর কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে সামিট অ্যালায়েন্স পোর্টের ১৩ কোটি ৭১ লাখ ৭৭  হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার টাকা।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। গেলো সপ্তাহে কোম্পানির শেয়ার দর কমেছে ১২ দশমিক ০৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির ১০ কোটি ৭৫ লাখ ৬ হাজার টাকা লেনদেন হয়েছে। কোম্পানির দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ১৫ লাখ ১ হাজার টাকা।

দর পতনের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানির শেয়ারের গেলো সপ্তাহে ১১ দশমিক ৮১ শতাংশ দর কমেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার ২ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪৩ লাখ ৮০ হাজার টাকা।

দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যাসিফিক ডেনিমস, কাট্টালি টেক্সটাইল, স্ট্যাইল ক্রাফট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, দ্য পেনিনসুলা চিটাগাং, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড এবং বঙ্গজ লিমিটেড।

এনএফ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়