RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২২ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৮ ১৪২৭ ||  ০৭ জমাদিউস সানি ১৪৪২

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ৩০ নভেম্বর ২০২০  
পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

দেশের পুঁজিবাজারে সোমবার (৩০ নভেম্বর) সব ধরনের সূচক ছিল নিম্নমুখী।  এর সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।  এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮০৪ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ২১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৪টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ১১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪৫ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৩ টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৬ লাখ টাকা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়