ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিএসইতে লেনদেনে সেরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ২ ডিসেম্বর ২০২০  
ডিএসইতে লেনদেনে সেরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১ ডিসেম্বর) লেনদেনের সেরা বিশ কোম্পানির তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২২ লাখ ১১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৪৪ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে।

লেনদেনের এ তালিকায় প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।কোম্পানির শেয়ার সর্বশেষ ৭১ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে অবস্থান করছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে।

লেনদেনের সেরা বিশ কোম্পানির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ন্যাশনাল ফিড, কাশেম ইন্ডাস্ট্রিজ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড, এসএস স্টিল , এক্সিম ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, প্রাইম ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, সন্ধানী ইন্স্যুরেন্স এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
 

ঢাকা/এনএফ/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়