ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সূচক উর্ধ্বমুখী, ডিএসইতে লেনদেন কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৪৩, ৩ ডিসেম্বর ২০২০
সূচক উর্ধ্বমুখী, ডিএসইতে লেনদেন কমেছে

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সব ধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখী। এরসঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২২ কোটি ৬৩ লাখ টাকা।  আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৪১ কোটি ৭ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮৩ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৬২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৮ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৪টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮২ লাখ টাকা।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়