ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাপ্তাহিক দর হ্রাসে ‘এ’ ক্যাটাগরির প্রাধান্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ৫ ডিসেম্বর ২০২০  
সাপ্তাহিক দর হ্রাসে ‘এ’ ক্যাটাগরির প্রাধান্য

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর হ্রাসের শীর্ষে প্রাধান্য রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। দর হ্রাসের শীর্ষ থাকা ১০ কোম্পানির মধ্যে ৯টিই ‘এ’ ক্যাটাগরির। বাকি ১টি কোম্পানি ‘জেড’ ক্যাটাগরির।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে দর হ্রাসের শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ১২.৭০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৩৬ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৭ কোটি ২৭ লাখ ৩৩ হাজার  টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বোচ্চ দর কমেছে ১২.৫০ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট সর্বমোট ৯ কোটি ২৫ লাখ ১৮ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮৫ লাখ ৩ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির প্রতিটি শেয়ার সর্বোচ্চ দর কমেছে ১১.২৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ২৭ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৫২ লাখ ৮৬ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড। ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বোচ্চ দর কমেছে ৯.৮৮ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট সর্বমোট ১১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ ৭২ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড।  ফান্ডটির প্রতিটি ইউনিট সর্বোচ্চ দর কমেছে ৯.২৮ শতাংশ।  সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট সর্বমোট ৫ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা লেনদেন হয়, যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা।

এছাড়া, তালিকার ষষ্ঠ স্থানে এসিআই, সপ্তম স্থানে তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স, অষ্টম স্থানে শ্যামপুর সুগার মিলস, নবম স্থানে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং দশম স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়