ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩ সপ্তাহ ধরে দাম বাড়ার শীর্ষে রবি আজিয়াটা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৬ জানুয়ারি ২০২১  
৩ সপ্তাহ ধরে দাম বাড়ার শীর্ষে রবি আজিয়াটা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেও (১০ থেকে ১৪ জানুয়ারি) দাম বাড়ার শীর্ষ স্থান দখল করে রেখেছে রবি আজিয়াটা। ফলে তিন সপ্তাহ ধরে শেয়ারের দাম  বাড়ার শীর্ষে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তাম টেলিকম অপারেটরটি।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে রবি আজিয়াটার শেয়ারের দাম ছিল ৪৭.৬০ টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০.১০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২২.৫০ টাকা বা ৪৭.২৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৫৮০ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ১১৬ কোটি ১৭ লাখ ৪০০ টাকা।

দাম বাড়ার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বোচ্চ ৩৪.৪৬ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৮১২ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ১৬২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ২০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বোচ্চ ২৬.৬২ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৯৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ৭৮ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।

দাম বাড়ার শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৪.৬৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ২২.৩৫ শতাংশ, সামিট পাওয়ারের ২২.০৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২১.০৯ শতাংশ, বিএসআরএম স্টিলের ২০.৪৯ শতাংশ, এপোলো ইস্পাতের ১৮.৬৭ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্সে ১৮.৪৫ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়