ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাপ্তাহিক দাম কমার শীর্ষে জিল বাংলা সুগার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৬ জানুয়ারি ২০২১  
সাপ্তাহিক দাম কমার শীর্ষে জিল বাংলা সুগার

দেশের প্রধান শেয়োরবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের দ্বিতীয় সপ্তাহ (১০ থেকে ১৪ জানুয়ারি) দাম কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে জিল বাংলা সুগার।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে জিল বাংলা সুগারের শেয়ারের দাম ছিল ১৯৯.৯০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৭.১০ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৪২.৮০ টাকা বা ২১.৪১ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ১ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন হয়েছে, যা দৈনিক গড় লেনদেন ২৭ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

দাম কমার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পরিমার। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ২০.৯৫ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৫ কোটি ৫৪ লাখ ২১ হাজার টাকা লেনদেন হয়েছে, যা দৈনিক গড় লেনদেন ১ কোটি ১০ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ কমেছে ১৬.১৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৪৫ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন হয়েছে, যা দৈনিক গড় লেনদেন ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

ডিএসইতে দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএনে টেলিকমের ১৫.০৮ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১৩.৩৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১২.৬১ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ১২.২৪ শতাংশ, সোনালী আঁশের ১১.৯৯ শতাংশ, দুলামিয়া কটনের ১১.২৮ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১১.২৮ শতাংশ শেয়ারের দাম কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়