ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৮ জানুয়ারি ২০২১  
দর বৃদ্ধির শীর্ষে এডিএন টেলিকম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৮ জানুয়ারি) সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এডিএন টেলিকম লিমিটেডের। 

এর মাধ্যমে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় ডিএসইতে শীর্ষে উঠে এসেছে বলে জানিয়েছে ডিএসই সূত্র।

কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। সর্বশেষ ৫১ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে প্রতিষ্ঠানটির শেয়ার। কোম্পানির মোট ৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অ‌্যাসোসিয়েটেড অক্সিজেন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে বেড়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ। সর্বশেষ কোম্পানির শেয়ার ৪৭ টাকা ৮০ পয়সা বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস। কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৫২ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো - ন্যাশনাল ফিড মিলস, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আমরা টেকনোলজিস, এশিয়া ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স এবং এনভয় টেক্সটাইল।

 

ঢাকা/এনএফ/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়