ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দর বৃদ্ধিতে বিমা খাতের কোম্পানির আধিপত্য 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৯ জানুয়ারি ২০২১  
দর বৃদ্ধিতে বিমা খাতের কোম্পানির আধিপত্য 

দেশের পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধিতে বিমা খাতের কোম্পানিগুলোর আধিপত্য লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানিতে সবগুলোই বিমা খাতের প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্সের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার দর সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

প্রগতি ইন্স্যুরেন্স দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে।

এছাড়া দর বৃদ্ধির শীর্ষ দর কোম্পানির তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়