ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অধিকাংশ শেয়ার দর কমলেও লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৪ জানুয়ারি ২০২১  
অধিকাংশ শেয়ার দর কমলেও লেনদেন বেড়েছে

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জানুয়ারি) অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এ দিন আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে। তবে সূচকে ছিল মিশ্র প্রবণতা।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১০ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৯টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে ১০ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৮টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৭৫ লাখ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়