ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভিআইপিবি এক্সিলারেটেড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৫ জানুয়ারি ২০২১  
ভিআইপিবি এক্সিলারেটেড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ভিআইপিবি এক্সিলারেটেড ইউনিট ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। বিদায়ী বছরে ফান্ডটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ০.৯২ টাকা।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়ে ১২.২২ টাকা। তবে রোববার (২৪ জানুয়ারি) পর্যন্ত ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩.২৮ টাকা।

ফান্ডটি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়