ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুঁজিবাজারে সূচক নিম্নমুখী লেনদেন বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৫ জানুয়ারি ২০২১  
পুঁজিবাজারে সূচক নিম্নমুখী লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজারে সোমবার (২৫ জানুয়ারি) সূচক ছিল নিম্নমুখী। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ২০২ পয়েন্টে এবং শরিয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ  দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ টাকা।  ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৬টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৭৮ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৬৫ পয়েন্ট কমে ১০ হাজার ১৮৮ পয়েন্টে এবং সিএসই ৫০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে অবস্হান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ৪৬ লাখ টাকা।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়