ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্লক মার্কেটে ১৪ কোম্পানির লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
ব্লক মার্কেটে ১৪ কোম্পানির লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে (২৩ ফেব্রুয়ারি) ১৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পতনমুখি বাজারে ব্লক মার্কেটে গ্রামীণফোনের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানির লেনদেনের পরিমাণ ৫ কোটি ৩১ লাখ ৬৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো মধ্যে - আমান ফিডের ৭ লাখ ৯৩ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ২১ লাখ ৬৩ হাজার টাকা, জিবিবি পাওয়ারের ৭ লাখ ৯২ হাজার টাকা, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ১ হাজার টাকা, খুলনা পাওয়ারের ১২ লাখ ৩০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৫ লাখ ২১ হাজার টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ৭ লাখ ৪৫ হাজার টাকা, মুন্নু এগ্রোর ৫ লাখ ১ হাজার টাকা, ন্যাশনাল টিউবসের ৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ টাকা, রেনাটার ১৯ লাখ ৭২ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৮ লাখ ৫০ হাজার টাকা, স্টাইল ক্রাফটের ১০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়