ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিবিএসের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেচাকেনার ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
বিবিএসের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বেচাকেনার ঘোষণা

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) তিন উদ্যোক্তা পরিচালক শেয়ার বেচাকেনার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিবিএসের পরিচালক আশরাফ আলী খান কোম্পানিটির ১ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ২৪৬টি শেয়ার ধারণ করছেন। এসব শেয়ার থেকে তিনি ৬১ লাখ ৯৯ হাজার ৬৪৬টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

অপরদিকে, উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ বদরুল হাসান ৩০ লাখ ৯৯ হাজার ৮০০ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কোম্পানির চেয়ারপারসন এবং উদ্যোক্তা পরিচালক মো. আবু নোমান হাওলাদার ৩০ লাখ ৯৯ হাজার ৮৪৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এই দুজন মিলে ৬১ লাখ ৯৯ হাজার ৬৪৬টি শেয়ার কিনবেন। অর্থাৎ, একই কোম্পানির একজন পরিচালক যে পরিমাণ শেয়ার বিক্রি করবেন অপর দুজন উদ্যোক্তা পরিচালক সমপরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

আলোচ্য উদ্যোক্তা পরিচালকরা বর্তমান বাজার দর অনুযায়ী স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণা অনুযায়ী শেয়ার বেচাকেনা করবেন। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস)।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়