ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এমবিএল ফার্স্ট ফান্ডে ৩ প্রান্তিকে ইপিইউ বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
এমবিএল ফার্স্ট ফান্ডে ৩ প্রান্তিকে ইপিইউ বেড়েছে

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুয়ায়ী মিউচ্যুয়াল ফান্ডটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) বেড়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২০) : আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ০.০৪৬০ টাকা। আগের বছরে একই সময় ফান্ডটির ইপিইউ ছিল ০.০০০৬ টাকা। প্রথম প্রান্তিকে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ৯.২৬ টাকা।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-সেপ্টেম্বর, ২০২০): প্রথম ও দ্বিতীয় প্রান্তিক মিলে অর্থাৎ ৬ মাসে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ০.২৫১৬ টাকা। আগের বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ০.৪১২২ টাকা। আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১০.৫৫ টাকা।

তৃতীয় প্রান্তিক (এপ্রিল-ডিসেম্বর, ২০২০): তিন মাস মিলে বা ৯ মাসে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ০.৬১৫৫ টাকা। আগের বছরের একই সময়ে ইউনিটপ্রতি লোকসান ছিল ০.৭৩০৮ টাকা। আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১১.৫৮ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়