ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যবসা করবো, তাই চাকরি ছেড়ে দিচ্ছি: আরিফ খান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ২ মার্চ ২০২১  
ব্যবসা করবো, তাই চাকরি ছেড়ে দিচ্ছি: আরিফ খান

শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ছেড়ে দিচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ খান। চাকরি ছেড়ে এবার ব্যবসা শুরু করতেই আইডিএলসি থেকে স্বেচ্ছায় পতদ্যাগ করেছেন তিনি।

সোমবার (১ মার্চ) আইডিএলসির চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান রাইজিংবিডিকে বলেন, ‘আইডিএলসিতে আমার কোন সমস্যা নেই। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি নিজে কিছু করতে চাই। সেজন্য মনস্থির করেছি ব্যবসা করবো। তাই চাকরি ছেড়ে দিচ্ছি। তাই আমি আইডিএলসির পরিচালনা পর্ষদকে বলেছি, আমি আর চাকরি করবো না। আজকেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছে।’

তিনি বলেন, ‘তবে এখনো সিদ্ধান্ত নিইনি কি ব্যবসা করবো। আমি চিন্তা করছি কি করা যায়। গত ৩০ বছর ধরে চাকরি করছি। অনেক দিন হলো, এবার একটু বিশ্রাম নিতে চাই। তারপর আবার নতুন করে ব্যবসা শুরু করবো।’

আইডিএলসির এমডি বলেন, ‘ইতোমধ্যে আমি তিনটি ব্যাংকে চাকরির প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি চাকরি করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের মানুষ নতুন কিছু চিন্তা করতে চায় না। তারা শুধু ভাবে চাকরি করে জীবন শেষ করবো। আমি মনে কি, নতুন কিছু নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত। তাই একটু ব্যতিক্রম কিছু করতে চাই। সেজন্যই আমি একটু ঝুঁকি নিচ্ছি।’

আরিফ খান বলেন, ‘আইডিএলসি বর্তমানে গত ৩৫ বছরের ভেতরে বেস্ট পারফরমেন্সে আছে। প্রতিষ্ঠনটির পরিচালনা পর্ষদ বেস্ট। সবদিক বিবেচনায় আইডিএলসি বেস্ট একটি প্রতিষ্ঠান। আইডিএলসি হলো আমার ভালোবাসার জায়গা। প্রতিষ্ঠানটির পর্ষদ ও সহকর্মীরা আমাকে অসম্ভব সহযোগিতা করেছে। ফলে একটি ভালো অবস্থানে আইডিএলসিকে আনা সম্ভব হয়েছে। ২০১৫ সালে আইডিএলসিতে যোগ দেওয়ার পর সবার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি নতুন উচ্চতায় নিয়ে এসেছি।

প্রসঙ্গত, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে আরিফ খান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১১ সালের ৩০ মে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি জেনিথ ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপক ছিলেন। তারও আগে তিনি আইডিএলসি ফাইন্যান্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া আরিফ খান দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এনটি/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়