ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সূচক উত্থানে ফিরলেও কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৪ মার্চ ২০২১  
সূচক উত্থানে ফিরলেও কমেছে লেনদেন

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ মার্চ) সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭০৭ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকা।  ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০০টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭ টি শেয়ার দর।

অন‌্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২২ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮০টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৭৮ লাখ টাকা।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়