ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সাপ্তাহিক দাম কমার শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৬ মার্চ ২০২১  
সাপ্তাহিক দাম কমার শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দাম কমেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবিসি)। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দাম কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে আসে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১ হাজার ৫২৭.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৫৬.৮০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৯৭০.৩০ টাকা কমেছে।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজুমার কেয়ারের ১২.৪২ শতাংশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৫.৫৯ শতাংশ, রূপালী ব্যাংকের ৫.২৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫.২২ শতাংশ, গোল্ডেন সনের ৪.০৮ শতাংশ, বেক্সিমকোর ৩.৯৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৯১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৮ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৩.৪৮ শতাংশ শেয়ারের দাম কমেছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়