ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসইতে লেনদেনে সেরা বেক্সিমকো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৬ মার্চ ২০২১  
ডিএসইতে লেনদেনে সেরা বেক্সিমকো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে সেরা স্থানটি দখলে রেখেছে বেক্সিমকো। এ সময় কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৩ কোটি ৩৬ লাখ ১৬ হাজার টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইর মোট লেনদেনের বেক্সিমকোর দখলে ১৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

রবি আজিয়াটা ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির ২৭৬ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৭০ শতাংশ রবি আজিয়াটার দখলে।

ডিএসইতে লেনদেনের তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২৪১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অংশগ্রহণ ৬ দশমিক ৭২ শতাংশ।

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, জিবিবি পাওয়ার, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ঢাকা/এনএফ/ইভা  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়