Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৬ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ২ ১৪২৮ ||  ০২ শাওয়াল ১৪৪২

ডিএসইতে পিই রেশিও বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ১৭ এপ্রিল ২০২১  
ডিএসইতে পিই রেশিও বেড়েছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১১ থেকে ১৫ এপ্রিল) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬ দশমিক ৯০ পয়েন্টে। বিদায়ী সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০ দশমিক ৩ পয়েন্ট বা ০ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিগত সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া  বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০ দশমিক ৬৫ পয়েন্টে, খাদ্য খাতের ১২ দশমিক ৩৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩ দশমিক ১২ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ১৪ দশমিক ৬২ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৫ দশমিক ৭৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৭ দশমিক ৭৪ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৮ দশমিক ৯৫ পয়েন্টে, বিমা খাতে ২০ দশমিক ১৯ পয়েন্টে, বস্ত্র খাতে ২৪ দশমিক ৩৮ পয়েন্টে, সিরামিক খাতে ২৭ দশমিক ৭৩ পয়েন্টে, সিমেন্ট খাতে ৪১ দশমিক ৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৪৭ দশমিক ৪৬ পয়েন্টে, বিবিধ খাতে ৫০ দশমিক ২০ পয়েন্টে, আর্থিক খাতে ৫২ দশমিক ৯ পয়েন্টে, পেপার খাতে ৬৬ দশমিক ৪ পয়েন্টে, চামড়া খাতে ১৩ দশমিক ৫৮ পয়েন্টে এবং পাট খাতে  ৪১ দশমিক ৭৪ পিই রেশিও পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/এনই

সর্বশেষ

পাঠকপ্রিয়